বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের কাছে ১০৯ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশের নারী দল।
ইংল্যান্ডের বিপক্ষে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা। তবে তার সিদ্ধান্তটা ভুল ছিল। প্রথম থেকেই দারুণভাবে খেলতে থাকে ইংলিশ নারীরা। ইংল্যান্ড ৩১০ রানের বিশাল পুঁজি পায়। যেখানে শতক হাঁকান ন্যাট স্কাইভার (১০৮ রান)। এছাড়াও ৫৫ রানের ইনিংস খেলেন লরেন উইনফিল্ড-হিল।
এদিকে বোলিংয়ে ৪৯ রান খরচে ৩ উইকেট পান নাহিদা। এছাড়াও দুইটি করে উইকেট পেয়েছেন সুরাইয়া আজমিন এবং রিতু মনি।
পাহাড়সম রান তাড়া করতে নেমে শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশের নারীরা। বাংলাদেশের হয়ে একমাত্র শারমিন আক্তারের ৮১ রান বাদে কেউ বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি। শুরু থেকেই নিয়মিত উইকেট হারাতে থাকা বাংলাদেশের নারী দল থামে ২০১ রানে। ইংল্যান্ডের হয়ে দুইটি করে উইকেট নেন ফ্রেয়া ডেভিস এবং চার্লি ডিন।
২ মার্চ পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশের নারীরা। ৫ মার্চ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.