ক্যাম্পাস প্রতিবেদক: হিডস্ গ্রুপের মান্যবর চেয়ারম্যান ও প্রধান নির্বাহী লায়ন ড. হারুন উর রশীদ-এর নেতৃত্বে ২ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল ১৭ অক্টোবর, ২০২৪ ইং বৃহস্পতিবার ইউনিভার্সিটি অব স্কীল এনরিসমেন্ট এন্ড টেকনোলজি'র নারায়ণগঞ্জস্থ ক্যাম্পাস পরিদর্শন করেন। পরিদর্শক দলে চেয়ারম্যান মহোদয়ের সাথে আরো নগদহাটের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার লায়ন ড. মাহবুবুর রহমান খান।
বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পরিদর্শক দলকে স্বাগত জানান রেজিস্ট্রার প্রফেসর ড. শরীফ সাকী, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. হাবিবুর রহমান খান, এবং ভর্তি ও জনসংযোগ পরিচালক প্রফেসর ড. মোঃ মাসউদুর রহমান তালুকদার। বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের সাথে নিয়ে পরিদর্শক দল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, শ্রেনী কক্ষ, ল্যাব, লাইব্রেরি ইত্যাদি ঘুরেফিরে দেখান।
পরিদর্শক দল পরিদর্শন শেষে বিশ্ববিদ্যালয়ের উর্ধতন কর্মকর্তাদের সাথে একটি মত বিনিময় সভায় মিলিত হন্। আলোচনা চলাকালে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার প্রফেসর সাকী হিডস্ চেয়ারম্যান লায়ন ড. হারুন উর রশীদ সাহেবের নিকট বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সার্বিক পরামর্শ ও সহযোগিতার আবেদন করলে তিনি তাতে সানন্দে সম্মতি জ্ঞাপন করেন। সভা শেষে পারস্পরিক সাহায্য সহযোগিতার ক্ষেত্রগুলো নির্ধারণ এবং কি ভাবে পরবর্তী কার্যক্রম পরিচালনা করা যায় তার নিমিত্তে একটি পর্যালোচনা রিপোর্ট তৈরি করার সীদ্ধান্ত নেওয়া হয়। দোয়া ও মুনাজাতের মাধ্যমে দিনের কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.