পরিক্রমা ডেস্ক : লংকান প্রিমিয়ার লিগ (এলপিএল) ছিল দেশের বাইরে তাওহীদ হৃদয়ের প্রথম কোনো ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট। তবে পুরো টুর্নামেন্ট খেলার জন্য তাকে ছাড়পত্র দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ৮ আগস্ট পর্যন্ত তাকে লিগটিতে খেলার ছাড়পত্র দেয়া হয়েছিল তাকে। এ মাসের শেষেই শুরু হবে এশিয়া কাপ, অক্টোবরে বিশ্বকাপ। তাই, জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে হবে তাকে। কলম্বোর বিপক্ষে গতকাল মঙ্গলবারের ম্যাচটিই হয়ে রইল এলপিএলে এই মৌসুমে তার শেষ ম্যাচ।
দেশের বাইরে প্রথম টুর্নামেন্ট খেলতে গিয়েই আলো ছড়িয়েছেন হৃদয়। প্রথম ম্যাচে নেমেই করেছিলেন হাফ সেঞ্চুরি। যা টুর্নামেন্টেরই প্রথম। তাই তাকে নিয়ে এক আবেগঘন বার্তাই দিল তার দল জাফনা কিংস।
ফেসবুক পোস্টে জাফনা কিংস লিখে, ‘তিনি এসেছেন, জয় করেছেন। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের ছেড়ে তাকে চলে যেতে হচ্ছে। আমরা এই তরুণ সুপারস্টারের খুব উজ্জ্বল ভবিষ্যত কামনা করছি। ধন্যবাদ হৃদয় ভাই।’
এলপিএলে রান সংগ্রহের তালিকায় আজকে পর্যন্ত শীর্ষ তিনে আছেন হৃদয়। ৬ ইনিংস খেলে তার সংগ্রহ ১৩৪ রান, গড় ৩৮.৭৫। রান তোলায় তার ওপরে আছেন কেবল বাবর আজম এবং টিম সেইফার্ট। ৫ ইনিংসে এক সেঞ্চুরিসহ পাকিস্তানের বাবরের রান ২৩৫। সমান ইনিংসে কিউই ব্যাটার সেইফার্টের সংগ্রহ ১৬১ রান।
গতকাল কলম্বোর বিপক্ষে ম্যাচে নিজের নিয়মিত পজিশন তিনে নামেননি হৃদয়। ছয়ে নেমে কলম্বোর বিপক্ষে দলকে ৬ উইকেটের জয় এনে দিয়েছেন তিনি। ৯ বলে ৩ চারের মাধ্যমে ১৪ রানে অপরাজিত ছিলেন বাংলাদেশি এই ব্যাটার।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.