সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোর ভয়াবহ অগ্নিদুর্ঘটনায় অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজ করতে গিয়ে আত্মোৎস্বর্গকারী শহিদ ১৩ জন ফায়ারফাইটারের পরিবারকে আর্থিক অনুদান ও সম্মাননা ক্রেস্ট দিয়েছে এমটিবি ফাউন্ডেশন। প্রত্যেক পরিবারকে একটি করে ক্রেস্ট ও ১ লাখ টাকা করে মোট ১৩ লাখ টাকার আর্থিক অনুদান দিয়েছে তারা। ২৭ সেপ্টেম্বর ২০২২ গুলশান-১-এর এমটিবি সেন্টারে অনুষ্ঠিত এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই ক্রেস্ট ও অর্থ হস্তান্তর করা হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল জিল্লুর রহমান, পিএসসি; এমটিবি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব সামিয়া চৌধুরী; এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী, পরিচালক জনাব রাশেদ আহমেদ চৌধুরী, চেয়ারম্যান জনাব মোঃ ওয়াকিল উদ্দিন, ভাইস চেয়ারম্যান জনাব মোঃ আব্দুল মালেক, ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ নইমুল আহছান ভূঁইয়া, ১৩ শহিদ ফায়ারফাইটার পরিবারের সদস্যগণ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এবং এমটিবি ফাউন্ডেশন ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিঃ-এর কর্মকর্তা-কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন। - ফায়ার সার্ভিস মিডিয়া সেল।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.