বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : রাজধানীতে প্রশাসনের নাকের ডগায় অবৈধ জুয়া খেলা ও ক্যাসিনো গড়ে ওঠায়
প্রশাসনের ব্যর্থতা ও নির্লিপ্ততার জন্য নিন্দা জানিয়েছে ক্ষমতাসী দল আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট।
বৃহস্পতিবার ( ২৬ সেপ্টেম্বর) বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ১৪ দলের সভা থেকে এ নিন্দা জানানো হয়।
এসময় আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম সাংবাদিকদের বলেন, ‘কিছু রাজনৈতিক কর্মী দুর্বৃত্তায়নে পরিণত হয়েছে। আমরা বিস্মিত হয়েছি, দুঃখ পেয়েছি। আমরা আরও বিস্মিত হয়েছি, ঢাকা শহরে প্রশাসনের নাকের ডগায় কীভাবে অবৈধ ক্যাসিনোর কাজগুলো সম্পন্ন হয়েছে। প্রশাসনের ব্যর্থতা ও নির্লিপ্ততার জন্য নিন্দা করি।’
তিনি বলেন, ‘এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অনুরোধ করবো। কোনও দুর্বৃত্তকে যাতে আশ্রয়-প্রশ্রয় দেওয়া না হয়। প্রশাসনের মধ্যেও দুর্নীতিকে আশ্রয়-প্রশ্রয় দেওয়ায় আমরা নিন্দা জানাই এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করছি।’
আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য বলেন, ‘দেশে দুর্নীতি, সামাজিক অপরাধসহ সাম্প্রতিককালে ক্যাসিনো সংক্রান্ত বিষয়ে প্রধানমন্ত্রী যেসব অভিযানের নির্দেশ দিয়েছেন, ১৪ দল সম্পূর্ণভাবে সে অভিযানকে সমর্থন করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদক্ষেপকে সমর্থন করে। ১৪ দল মনে করে, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি শেখ হাসিনার নেতৃত্বে দেশ পরিচালিত হচ্ছে। অতীতেও ১৪ দল শেখ হাসিনার পদক্ষেপকে সমর্থন দিয়েছে।’
সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিম বলেন, ‘সমাজের যে কোনও অসঙ্গতি, সমাজের কোনও বিচ্যুতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য আমরা বারবার বলে আসছি। আমরা আনন্দিত হয়েছি, সাহসী প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন।’
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.