বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক :১৪ বছর পর পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার শেন ওয়াটসন। শুরুতে অনাগ্রহ দেখালেও পরে পাকিস্তান সুপার লিগের চূড়ান্ত পর্বে খেলার কথা জানিয়েছেন অসি এই অলরাউন্ডার।
সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এ কথা নিশ্চিত করে ওয়াটসন বলেন, ‘পাকিস্তানে আমি শেষবার ভ্রমনের পর ১৪ বছর কেটে গেছে। জায়গাটিতে বিশ্বক্রিকেটের বেশ কিছু আবেগী ভক্ত রয়েছে। কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে সেরাট দিয়ে শিরোপা ঘরে তুলতে অপেক্ষা সইছে না।’
কোয়েটা গ্ল্যাডিয়টর্সের হয়ে হয়ে চলতি আসরে ৩৩২ রান করেছেন ওয়াটসন। নয় ম্যাচের মধ্যে সাতটিতে জিতে প্লে-অফ নিশ্চিত করেছে তার দল।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.