বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : ইয়েমেনের হুথি বিদ্রোহীরা দাবি করছে, সৌদি আরবের ভূখণ্ডে ঢুকে তারা ৭২ ঘণ্টায় ১৫টি সামরিক ঘাটি দখলে নিয়েছে। এক সংবাদ সম্মেলনে হুথি বিদ্রোহী গোষ্ঠীর মুখপাত্র ইয়াহা সারি এ দাবি করেছেন। খবর মিডল ইস্ট মানিটর'র।
মুখপাত্র ইয়াহা সারি জানান, তারা ৭২ ঘণ্টায় সৌদি আরবের শহর জাজান এবং নাজরানের ১৫টি সামরিক ঘাঁটি নিজেদের দখলে নিয়েছে। এছাড়া খামিজ মাশিতে সৌদি আরবের সামরিক ঘাঁটিটি আংশিক অচল করে দেয়ার দাবিও করেছেন ইয়াহা সারি। সারি জানিয়েছেন, হুথি বিদ্রোহীদের স্নাইপার ইউনিট গত জুলাই মাসে মোট ১ হাজার ৫৭৫টি সফল মিশন চালায়। তাদের পরিচালিত ওইসব মিশনে নিহতদের মধ্যে রয়েছে ১২ জন সৌদি সেনা এবং ২৬ জন সুদানি সেনা।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.