বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২০ সালের সূচি প্রকাশ করেছে আইসিসি। মঙ্গলবার (২৯ জানুয়ারি) সিডনিতে বিশ্বকাপের সূচি প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথমবারের মতো একই বছর আলাদাভাবে নারী ও পুরুষ আসর একই দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ২১ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত। এতে অংশ নেবে ১০টি দল। এরপর ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত ছেলেদের খেলা অনুষ্ঠিত হবে। যেখানে অংশ নেবে ১৬টি দল।
ছেলেদের ‘সুপার ১২’র মূল টুর্নামেন্টে খেলতে হলে আসরের বাছাইপর্বে নিজেদের যোগ্যতা প্রমাণ করেই আসতে হবে বাংলাদেশকে। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) কারণ হিসেবে বলছে, টি-টোয়েন্টি র্যাংকিংয়ের সেরা আট দল (ক্রম অনুসারে: পাকিস্তান, ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান) সরাসরি অংশ নিতে পারবে সুপার টুয়েলভ (মূল পর্বে)। অন্যদিকে নবম স্থানে রয়েছে শ্রীলঙ্কা। অন্যদিকে ১০ নম্বরে অবস্থান করছে সাকিব আল হাসান নেতৃত্বাধীন বাংলাদেশ।
এশিয়ান ক্রিকেটের দুই পরাশক্তি ছাড়াও আইসিসির পূর্নাঙ্গ সদস্যপদ প্রাপ্ত জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডকেও খেলতে হচ্ছে বাছাই পর্ব। মূল পর্বে যেতে হলে এই চার দলকে খেলতে হবে আইসিসি’র সহযোগী আরও ছয় দলের সঙ্গে। এদের মধ্যে থেকে সেরা চারটি দল আর র্যাংকিংয়ের উপরে থাকা আট দল নিয়ে মোট ১২ দল লড়বে আগামী বছরের হতে যাওয়া ছোট ফরম্যাটের বিশ্বকাপে।
প্রথম পর্ব:
‘এ’ গ্রুপে শ্রীলঙ্কা ছাড়াও রয়েছে আরও তিন কোয়ালিফায়ার দল। অন্যদিকে গ্রুপ ‘বি’তে বাংলাদেশের বিপক্ষে লড়বে আরও তিন কোয়ালিফায়ার দল।
২০২০ সালের ১৮ অক্টোবর প্রথম পর্বের ম্যাচ দিয়ে শুরু হবে ক্রিকেট যুদ্ধ। সুপার টুয়েলভমাঠে গড়াবে ২৪ অক্টোবর থেকে।
বাংলাদেশের খেলা:
প্রথম পর্বে ১৯, ২১ ও ২৩ অক্টোবর মাঠে নামবে টাইগাররা। তিনটি ম্যাচই হোবার্টের ব্লান্ডস্টোন এরিনায় আয়োজন করা হবে।
সুপার টুয়েলভ:
সুপার টুয়েলভ এ অংশ নিবে দুটি গ্রুপ। গ্রুপ ওয়ানে খেলবে অস্ট্রেলিয়া, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড ও প্রথম রাউন্ডের ‘এ’ গ্রুপের সেরা দলটি। গ্রুপ টুতে ভারত, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান ও প্রথম রাউন্ডের গ্রুপ ‘বি’র সেরা দলটি।
স্বাগতিক অস্ট্রেলিয়া ও সাবেক চ্যাম্পিয়ন পাকিস্তানের ম্যাচ দিয়ে মাঠে গড়াবে বিশ্বকাপের মূল পর্ব।
অস্ট্রেলিয়ার ৮ শহরের ১৩টি ভেন্যুতে খেলাগুলো অনুষ্ঠিত হবে। দুই বিভাগেরই ফাইনালের ভেন্যু মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড। চলতি বছরের শেষভাগে অনলাইনে ছাড়া হবে ২০২০ টি টোয়েন্টি বিশ্বকাপের টিকিট।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.