বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের পাশাপাশি অন্যান্য উৎসবের কারণে দেশে বড় হচ্ছে ফুলের বাজার। শুধু আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে রাজধানীতে গত তিনদিনে প্রায় ১৪ থেকে ১৫ কোটি টাকার ফুল কেনাবেচা হয়েছে। সারা দেশে এর পরিমাণ ২০ কোটি টাকা ছাড়িয়ে যাবে।
ঢাকা ফুল ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বাবুল প্রসাদ জানান, ফুলের দাম মূলত উৎসবের ওপর নির্ভর করে। একুশে ফেব্রুয়ারি ঘিরে দেশে আনুমানিক ২০ কোটি টাকার ফুল বিক্রি হবে।
শাহবাগের ফুলের আড়তকে রাজধানীর সবচেয়ে বড় বাজার ধরা হয়। এখানে ৫২টি পাইকারি ও শতাধিক খুচরা ফুলের দোকান রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.