করোনা সংক্রমণের পাশাপাশি বেড়ে চলেছে ডেঙ্গু রোগীর সংখ্যা। জুলাই মাসের প্রথম ১১ দিনে শুধুমাত্র ঢাকায় ৩৫৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ৭০ জন ডেঙ্গু রোগী।
আজ সোমবার (১২ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদফতর জানায়, সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে এ পর্যন্ত ২০৯ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকাতেই আছেন ২০৮ জন, আর বাকি একজন ঢাকার বাইরে অন্য বিভাগে। এ বছরের ১ জানুয়ারি থেকে ১২ জুলাই পর্যন্ত ৭৯৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ৫৮৭ জন। তবে এ বছর এখনও পর্যন্ত ডেঙ্গুতে কারও মৃত্যু ঘটেনি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.