পরিক্রমা ডেস্ক : ২৫ জানুয়ারি থেকে মেট্রোরেল চলাচলের সময়সূচিতে পরিবর্তন এনেছে কর্তৃপক্ষ।
আগারগাঁও স্টেশন ম্যানেজার ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান জানান, উদ্বোধনের পর থেকেই এখনও পর্যন্ত আগারগাঁও স্টেশন থেকে সরাসরি কোথাও বিরতি না দিয়ে উত্তরা উত্তর স্টেশনে সরাসরি যাতায়াত করছে মেট্রোরেল। তবে আগামী ২৫ জানুয়ারি থেকে পল্লবী স্টেশনে বিরতি দেবে।
২৫ জানুয়ারি থেকে মেট্রোরেলে চলাচলের জন্য প্ল্যাটফরমে ঢোকার জন্য সকাল ৮টা থেকে গেট খোলা হবে এবং দুপুর ১২টায় গেট বন্ধ করে দেওয়া হবে। আগের মতোই চার ঘণ্টা চলাচল করবে মেট্রোরেল, শুধু পেছানো হয়েছে আধা ঘণ্টা।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.