বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় ফারইস্ট ইসলামী মাল্টি কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড (এফআইসিএল) এর চেয়ারম্যান এবং মালিক শামীম কবিরকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সোমবার (১৫ জুলাই) গভীর রাতে তাকে গ্রেফতার করা হয়েছে বলে মঙ্গলবার নিশ্চিত করেছেন সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) শারমিন জাহান।
তিনি জানান, মানিলন্ডারিং প্রতিরোধ আইনসহ ২৮টি মামলার আসামি শামীম কবির প্রায় ৪ বছর ধরে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে অন্তত ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। সোমবার সিআইডির অর্গানাইজড ক্রাইম বিভাগ তাকে গ্রেফতার করে।
তিনি আরও জানান, মঙ্গলবার দুপুরে সিআইডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.