পরিক্রমা ডেস্ক : মেট্রোরেল চলাচলে নতুন সময়সূচি নির্ধারণ করেছে কর্তৃপক্ষ। নতুন সময়সূচি অনুযায়ী সকাল ৮টা থেকে শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত চলাচল করবে দেশের প্রথম এই মেট্রোবাহন। এই সিদ্ধান্ত আগামী ৩১ মে থেকে কার্যকর হবে বলে জানিয়েছে নিয়ন্ত্রণ সংস্থা।
বৃহস্পতিবার (১৮ মে) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক এই তথ্য জানিয়েছেন।
ডিএমটিসিএলের পরিচালক জানিয়েছেন, মেট্রোরেলের সপ্তাহিক বন্ধ মঙ্গলবারের পরিবর্তে শুক্রবার করা হয়েছে। তবে নতুন সূচি অনুযায়ী আসন্ন ঈদুল আযহার দিন মেট্রোরেল বন্ধ থাকবে।
তিনি বলেন, নতুন সময় অনুযায়ী সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত ‘পিক আওয়ার’ হিসেবে বিবেচনা করে প্রতি ১০ মিনিট পর পর মেট্রো ছাড়বে। বেলা ১১টার পর থেকে ১৫ মিনিটের ব্যবধানে মেট্রো ছাড়বে বিকেল ৩টা পর্যন্ত। পরবর্তী ৩ ঘণ্টা আবারও ১০ মিনিট পর পর স্টেশন ছাড়বে মেট্রো রেল। সন্ধ্যা ৬টা এক মিনিট থেকে ‘নন পিক আওয়ার’ ধরে ১৫ মিনিট পরপর মেট্রো চলবে রাত ৮টা পর্যন্ত।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.