পরিক্রমা ডেস্ক : পেসার রিচার্ড গ্লিসনকে লং-অন দিয়ে ৮৪ মিটার ছক্কায় ওড়ালেন বাবর আজম। তাতে পাকিস্তান অধিনায়ক স্পর্শ করলেন দারুণ এক মাইলফলক। নাম তুললেন রেকর্ড বইয়েও। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম তিন হাজার রানের রেকর্ডে বিরাট কোহলির পাশে বসলেন তিনি।
লাহোরে শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের ষষ্ঠ টি-টোয়েন্টিতে এই কীর্তি গড়েন বাবর। মাইলফলক ছুঁতে এই ম্যাচে তার প্রয়োজন ছিল ৫২ রান। ৫১ থেকে ষোড়শ ওভারে ওই ছক্কায় কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছেন ২৭ বছর বয়সী ব্যাটসম্যান।
তিন হাজার ছুঁতে বাবরের লাগল ৮১ ইনিংস। সমান ইনিংসে রেকর্ডটি গড়েছিলেন সাবেক ভারত অধিনায়ক কোহলি। একশর কম ইনিংসে তিন হাজার রান করতে পারেননি আর কেউ। নিউজিল্যান্ডের মার্টিন গাপটিলের ১০১ ইনিংস, ভারতের রোহিত শর্মার ১০৮ ইনিংস, আয়ারল্যান্ডের পল স্টার্লিংয়ের ১১৩ ইনিংস লেগেছিল।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.