বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : চীন এর মধ্যেই করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ৫ লাখের বেশি মানুষ। প্রাদুর্ভাব হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস এখন ছড়িয়ে পড়েছে ২১৩টি দেশ ও অঞ্চলে।
ওয়ার্ল্ডও মিটারের পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বজুড়ে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ১ কোটি ৯০ হাজার ৪৫৬ জন। এর মধ্যে মারা গেছে ৫ লাখ ১ হাজার ৪৮০ জন।
তবে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ৫৪ লাখ ৬৬ হাজার ৯১০ জন। এখন পর্যন্ত করোনায় সবচেয়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। এরপরেই রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল, রাশিয়া, ভারত এবং যুক্তরাজ্য।
জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, শনিবার যুক্তরাষ্ট্রে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৪২ হাজার ৫৯৭ জন। অপরদিকে মারা গেছে ৫শ জন।
দেশটিতে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্তের সংখ্যা ২৫ লাখ ৯৬ হাজার ৭৭০। এর মধ্যে মারা গেছে ১ লাখ ২৮ হাজার ১৫২ জন।
লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত প্রাণঘাতী করোনায় আক্রান্তের সংখ্যা ১৩ লাখ ১৫ হাজার ৯৪১। এর মধ্যে মারা গেছে ৫৭ হাজার ১০৩ জন।
রাশিয়ায় আক্রান্ত হয়েছে ৬ লাখ ২৭ হাজার ৬৪৬ জন। এর মধ্যে মারা গেছে ৮ হাজার ৯৬৯ জন এবং সুস্থ হয়ে উঠেছে ৩ লাখ ৯৩ হাজার ৩৫২ জন।
এছাড়া ভারতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ২৯ হাজার ৮৮৯ এবং মারা গেছে ১৬ হাজার ১১২ জন। দেশটিতে লাফিয়ে লাফিয়ে আক্রান্তের সংখ্যা বাড়ছে।
যুক্তরাজ্য দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে মোট ৩ লাখ ১০ হাজার ২৫০ জন এবং মারা গেছে ৪৩ হাজার ৫১৪ জন। করোনায় আক্রান্ত ও মৃত্যুতে ৫ম অবস্থানে রয়েছে যুক্তরাজ্য।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.