বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে গত বছরের ডিসেম্বরে কভিড-১৯ করোনাভাইরাস ছড়িয়ে পড়ে। গত ৬ দিন সেখানে কোনো রোগী পাওয়া যায়নি। যা আশা দেখিয়েছিল সারা বিশ্বকে। কিন্তু সেখানে ফের করোনা আক্রান্ত নতুন ব্যক্তি শনাক্ত হয়েছে।
দেশটির স্বাস্থ্য কমিশন এ তথ্য জানিয়েছে। চীনের বাইরে থেকে এসেছেন এমন মোট ৪২৭ ব্যক্তির শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। গতকাল সোমবার ৭৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয় এর মধ্যে বাইরে থেকে আসা ব্যক্তি ৭৪ জন।
সোমবার পর্যন্ত চীনে ৮১ হাজার ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন, যার মধ্যে ৭৩ হাজার ১৫৯ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। চীনে ৩ হাজার ২৭৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। এর মধ্যে শুধু হুবেই প্রদেশেই মারা গেছেন ১ হাজার ১৬০ জন।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.