আগামী ৬ মার্চ তৃতীয় বারের মতো ‘জাতীয় পাট দিবস’ পালন করবে সরকার। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার দিবস উদযাপন জাতীয় কমিটির প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী।
এ ছাড়া আগামী ৬ থেকে ৯ মার্চ বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী পাটজাত পণ্যের মেলা অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ মেলার উদ্বোধন করবেন।
মতবিনিময় সভায় মন্ত্রী বলেন, ‘বাংলাদেশকে আবারও সোনালী আশেঁর দেশ হিসেবে রূপান্তর করে পাটের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে তৃতীয় বারের মতো পালিত হতে যাচ্ছে জাতীয় পাট দিবস। বিদেশে বাংলাদেশের বিভিন্ন কূটনৈতিক মিশনসহ সারা দেশ নানা কর্মসূচি আয়োজনের মাধ্যমে মহাসমারোহে দিনটিকে উদযাপন করতে যাচ্ছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়।’
সরকারের এ মন্ত্রী বলেন, ‘বর্ণাঢ্য এ দিবসের আয়োজনে জেলা শহর থেকে পাট চাষীসহ পাটের সাথে সংশ্লিষ্ট সকলকে এর সাথে অর্ন্তভূক্ত করা হবে। র্যা লি, ব্যানার, পোস্টারসহ পাট চাষ সংশ্লিষ্ট এলাকা গুলোতে বিশেষ আয়োজন থাকবে। এ ছাড়া পাট মিল এলাকা গুলোতে আলোক সজ্জাসহ তোরণ নির্মাণ করা হবে।’
সভায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মিজানুর রহমান, পাট অধিদপ্তরের মহাপরিচালক শামসুল আলম, বিজেএমসির চেয়ারম্যান শাহ মো. নাসিম, মন্ত্রিপরিষদ বিভাগ, তথ্য মন্ত্রণালয়, বিটিভি, বাংলাদেশ বেতার, তথ্য অধিদপ্তর, বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিসহ বিজেএ, বিজেএসএ, বিজেজিএ ও বিজেএমএ এর ব্যবসায়িক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.