বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : বর্ষীয়ান সুরকার ও সংগীত পরিচালক আলাউদ্দিন আলীকে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসক আশিস কুমার চক্রবর্তী জানান, আলাউদ্দিন আলীর ফুসফুসে নিউমোনিয়া ধরা পড়েছে। একই সাথে তার রক্তে ইনফেকশন ছড়িয়ে পড়েছে। ব্লাড প্রেসার আরো কমলে কৃত্রিম শ্বাসপ্রশ্বাসের ব্যবস্থা করা হবে। ৭২ ঘণ্টা পার হলে তার শারীরিক অবস্থা কেমন সেটা বলা যাবে।
আলাউদ্দিন আলী মঙ্গলবার রাত ১১টা ৫০ মিনিটে রাজধানীর মহাখালীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি হন। জানা গেছে, অনেক দিন ধরেই তিনি ফুসফুস ক্যান্সারসহ বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছেন। মাঝে খানিকটা সুস্থ হয়ে ফিরেছিলেন গানে।
আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই সংগীত পরিচালকের সুর করা গানের মধ্যে উল্লেখযোগ্য-‘একবার যদি কেউ ভালোবাসত’, ‘যে ছিল দৃষ্টির সীমানায়’, ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’ ইত্যাদি।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.