জাতীয় স্কুল, মাদ্রাসা শীতকালীন ক্রিড়া প্রতিযোগীতায় মতলব উত্তর চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের সাফল্য

শামসুজ্জামান ডলারঃ জাতীয় স্কুল, মাদ্রাসা শীতকালীন ক্রিড়া প্রতিযোগীতায় মতলব উত্তর চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের সাফল্য অর্জন করেছে।

৫ জানুয়ারী রবিবার চাঁদপুরে জেলা পর্যায়ের প্রতিযোগীতায় মতলব উত্তর উপজেলার প্রাচীনতম চরকালিয়া উচ্চ বিদ্যালয় ৪৯তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে অংশ গ্রহন করে ১ম পুরস্কার লাভ করে ৬জন, ২য় পুরস্কার লাভ করে ৪জন ও ৩য় পুরস্কার লাভ করে ৪জন।

১ম ও ২য় স্থান অর্জনকারীরা আাগামী ১০ জানুয়ারী শুক্রবার উপ-অঞ্চল কুমিল্লায় অংশ গ্রহণ করবে।

এ ব্যাপারে স্কুলের প্রধান শিক্ষক দলিল উদ্দিন জানায়, লেখাপড়ার পাশাপাশি শারীরিক গঠন ও মানবিক বিকাশে শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি মনোযোগী করার বিষয়ে আমরা আন্তরিক। তাছাড়া লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাতেও আমাদের ছেলেমেয়েরা বরাবর ভাল ফলাফল করে আসছে।