Home সারা বাংলা নড়াইল-১ আসনে প্রার্থী পাল্টালো বিএনপি

নড়াইল-১ আসনে প্রার্থী পাল্টালো বিএনপি

SHARE

নড়াইল প্রতিনিধি : নড়াইল-১ আসনে নিজেদের প্রার্থী পরিবর্তন করেছে বিএনপি। এই আসনে প্রথমে কর্নেল সাজ্জাদকে মনোনয়ন দেয়া হয়েছিল। এরপর তাকে পরিবর্তন করে বিশ্বাস জাহাঙ্গীর আলমকে চূড়ান্তভাবে মনোনয়ন দিয়েছে দলটি।

গতকাল শনিবার নড়াইল জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার বরাবর পাঠানো বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই পরিবর্তনের কথা জানানো হয়।

সেই বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে নির্বাচনে অংশগ্রহণের জন্য গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর ১৬ (২) অনুচ্ছেদের বিধানমতে নড়াইল-১ আসনে বিশ্বাস জাহাঙ্গীর আলমকে চূড়ান্ত মনোনয়ন প্রদানপূর্বক ধানের শীষ বরাদ্দ করা হলো।