
বিশ্ববিদ্যায়ল পরিক্রমা প্রতিবেদক :
আর নয় আত্মহনন, সকল প্রকার সহিংসতা প্রতিরোধে আমরা হবো বদ্ধপরিকর’ স্লোগান নিয়ে সোমবার ১০ ডিসেম্বর পালিত হলো বিশ্ব মানবাধিকার দিবস।১৯৪৮ সালে ১০ ডিসেম্বর জাতিসংঘের উদ্যোগে ফ্রান্সের রাজধানী প্যারিসে সংস্থার সদস্য রাষ্ট্রগুলোর সর্বসম্মতিক্রমে সার্বজনীন মানবাধিকার সনদ গৃহীত হয়। এরপর থেকে বিশ্বব্যাপী জাতিসংঘ সদস্য রাষ্ট্রগুলো যথাযথ মর্যাদায় বিশ্ব মানবাধিকার দিবস পালন করে আসছে। চলতি বছর ৭০তম বিশ্ব মানবাধিকার দিবস সারা দেশে পালিত হয়েছে।সে ধারাবাহিকতায় ‘‘বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন’’ (বিএইচআরএফ)এর খুলনা জেলা ও মহানগর কমিটি যথাযোগ্যে মর্যদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করেছেন।খুলনা জেলা প্রসাশক কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত অলোচনা অনুষ্ঠানের মধ্যদিয়ে শুরু হয় বিশ্ব মানবাধিকার দিবস।উক্ত অলোচনা অনুষ্ঠানে উপস্থত থেকে বক্তৃতা করে (বিএইচআরএফ)এর খুলনা জেলা ও মহানগর কমিটি নেতৃবৃন্দ,সভাপতি এডভোকেট আমীর হামজা, মোঃ আলমগীর মল্লিক,সহ-সভাপতি আজগর বিশ্বাস,সাধারণ সম্পাদক সাগর ইকবাল (কুয়েট),মুস্তাইন আহমেদ,মোঃ রাজাউর রহমান,রতœা আকতার,সাদিয়া ইসলাম,মাসুদুর রহমান,মোঃগাজী ফারুখসহ ফাউন্ডেশন অন্যন্য নেতৃবৃন্দ উপস্তিত ছিলেন ।