Home জাতীয় ৫৮ ওয়েবসাইট খুলে দিয়েছে বিটিআরসি

৫৮ ওয়েবসাইট খুলে দিয়েছে বিটিআরসি


দেশের যে ৫৮টি ওয়েবসাইট নিরাপত্তার কারণ দেখিয়ে বন্ধ করা হয়েছিল তা খুলে দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

সোমবার বিকেল পাঁচটার পর এসব ওয়েবসাইট খুলে দেওয়া হয়।

বিটিআরসির সিনিয়র সহকারী পরিচালক জাকির হোসেন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশে বিকলে পাঁচটার পর এসব ওয়েবসাইট খুলে দেওয়া হয়েছে। নিরাপত্তাজনিত কারণে এ ৫৮ ওয়েবসাইট বন্ধ করা হয়েছিল।

এই ৫৮ ওয়েবসাইটের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি নিউজ পোর্টালও ছিল। সেগুলো হচ্ছে-প্রিয়ডটকম, রাইজিংবিডি ডট কম, পরিবর্তন ডট কম, শীর্ষনিউজ২৪ডটকম, ঢাকাটাইমস২৪ডটকম ও বাংলামেইল সেভেনটিওয়ানসহ আরও কয়েকটি ওয়েবসাইট।