- বিশ্ববিদ্যায়ল পরিক্রমা প্রতিবেদক :
না, ক্যারবিীয়দরে বপিক্ষে দ্বতিীয় ওয়ানডতেে সরিজি নশ্চিতি করতে পারল না বাংলাদশে। শাই হোপরে অনবদ্য সঞ্চেুরতিে ৪ উইকটেরে জয়ে ৩ ম্যাচরে সরিজিে ১-১ সমতা এনে ফলেল সফরকারী দল। অপরাজতি ১৪৬* রানরে র্দুদান্ত ইনংিস উপহার দলিনে শাই হোপ। এটা তার ক্যারয়িাররে তৃতীয় সঞ্চের।ি আগামী ১৪ ডসিম্বের শুক্রবার সলিটে আর্ন্তজাতকি ক্রকিটে স্টডেয়িামে অনুষ্ঠতিব্য শষে ওয়ানডে হবে অঘোষতি ফাইনাল। ওই ম্যাচইে নর্ধিারতি হবে সরিজি।
বাংলাদশেরে দওেয়া ২৫৬ রানরে র্টাগটেে ব্যাটংিয়ে নমেে শুরুতইে বপিদে পড়ে ওয়স্টে ইন্ডজি। অফ স্পনিার মহেদেী হাসান মরিাজরে বলে লগে বফিোর উইকটেরে ফাঁদে পড়ে বদিায় ননে এই ম্যাচইে একাদশে সুযোগ পাওয়া চন্দ্রপল হমেরাজ (৩)। এরপর অবশ্য জুটি গড়ে তোলনে শাই হোপ আর ড্যারনে ব্র্যাভো। ব্র্যাভোকে (২৭) বোল্ড করে দয়িে ৬৫ রানরে এই জুটি ভাঙনে রুবলে হোসনে। অপর ওপনোর শাই হোপ ৬৭ বলে ৩ চার ২ ছক্কায় ক্যারয়িাররে ৮ম হাফ সঞ্চেুরি পূরণ করনে। তার ব্যাটইে এগয়িে যতেে থাকে সফরকারীরা।
স্যামুয়লেসরে সঙ্গে তৃতীয় উইকটেে হোপরে জুটি জমে যায়। ২৬ রান করা স্যামুয়লেস ‘কাটার মাস্টার’ মুস্তাফজিুর রহমানরে বলে মুশফকিরে গ্লাভসে ধরা পড়লে ৬২ রানরে জুটরি সমাপ্তি হয়। বপিজ্জনক হটেমায়ার (১৪) ধ্বংসাত্মক হয়ে ওঠার আগইে তাকে থাময়িে দনে রুবলে। উইন্ডজি অধনিায়ক রোভম্যান পাওয়লেকে শকিার করনে টাইগার অধনিায়ক মাশরাফ।ি তার বলে সৌম্য সরকাররে তালুবন্দি হন ১ রান করা পাওয়লে। মুস্তাফজিরে দ্বতিীয় শকিার রোস্টন চইেস। তামমি ইকবালরে অসাধারণ ক্যাচে ৯ রান ফরিনে এই ব্যাটসম্যান।
এর মাঝইে ঠাণ্ডা মাথায় ১১৮ বলে ক্যারয়িাররে তৃতীয় সঞ্চেুরি তুলে ননে শাই হোপ। ম্যাচে ছড়য়িে পড়ে টানটান উত্তজেনা। কছিুতইে এই ওপনোরকে থামানো যাচ্ছলি না। ৪৮তম ওভারে রুবলেকে বাউন্ডারি হাঁকয়িে ব্যক্তগিত র্সবোচ্চ ১২৫* রান টপকে যান হোপ। ১৩১ রানে তার ক্যাচ ছাড়নে বদলি ফল্ডিার নাজমুল। এর আগে তনিি কমিো পলরে ক্যাচও ছড়েছেলিনে। এই হোপ-পলরে ৭৫ রানরে অবচ্ছিন্নি জুটতিইে ২ বল হাতে রখেে ৪ উইকটেে জতিে যায় ওয়স্টে ইন্ডজি। ১৪৪ বলে ১২ চার ৩ ছক্কায় ১৪৬ রানে অপরাজতি থাকনে হোপ। তাকে দারুণ সঙ্গ দনে কমিো পল (১৮*)।
এর আগে আজ মঙ্গলবার সরিজিরে দ্বতিীয় ওয়ানডতেে টসে হরেে ব্যাটংিয়ে নমেে নর্ধিারতি ৫০ ওভারে ৭ উইকটেে ২৫৫ রান তোলে বাংলাদশে। শুরুতইে পসোর ওশান টমাসরে একটি ইর্য়কার ফ্লকি করতে করতে গয়িে আহত হয়ে মাঠ ছাড়নে লটিন দাস। যদওি পরে তনিি নমেছেনে। তনি নম্বরে নামা ইমরুল ৬ বল খলেে কোনো রান না করইে থমাসরে বলে ক্যাচ দনে উইকটেকপিার শাই হোপরে গ্লাভস।ে এরপর বাংলাদশেকে শক্ত ভতিরে ওপর দাঁড় করয়িে দয়ে তামমি-মুশফকিরে জুট।ি তৃতীয় উইকটেে ১১১ রান যোগ করনে তারা। দুজনইে তুলে ননে হাফ সঞ্চেুর।ি
তামমি ইকবাল ৬৩ বলে ৪ চার এবং ১ ছক্কায় ৫০ রানে দবেন্দ্রে বশিুর শকিার হলে ভাঙে এই জুট।ি প্রায় ছক্কা হতে যাওয়া বলটি ডপি মডি উইকটেরে সীমানার ওপর থকেে র্দুদান্তভাবে তালুবন্দি করনে কমোর রোচ। ইনংিস লম্বা করতে পারনেনি মুশফকিও। তার ৮০ বলে ৬২ রানরে থামে ওশান টমাসরে অফ স্টাম্পরে বাইররে বলে গ্লাইড করতে গয়ি।ে ব্যাটরে কানায় লগেে বল চলে যায় কপিাররে গ্লাভস।ে দলরে হাল ধরনে সাকবি-মাহমুদউল্লাহ। জমে ওঠে জুট।ি ভালো খলেতে খলেতইে পাওয়লেরে বলে বাজে শটে মাহমুদউল্লাহ (৩০) ক্যাচ তুলে দলিে ৬১ রানরে দারুণ জুটরি অবসান হয়।
মাহমুদউল্লাহ আউট হওয়ার পর র্ব্যথতার পরচিয় দয়িে আউট হন সৌম্য সরকার। বাজে শটে বশিু তালুবন্দি হয়ে ব্যক্তগিত ৬ রানে থমাসরে তৃতীয় শকিার হয়ছেনে তনি।ি এরপরই আবারও মাঠে নামনে চোট পয়েে মাঠ ছাড়া ওপনোর লটিন দাস। তবে তনিি ইনংিস বড় করতে পারনেন।ি কমিো পলরে বলে ক্যাচ দয়িছেনে ব্যক্তগিত ৮ রান।ে এর মাঝইে ৫৪ বলে ৪ চার এবং ১ ছক্কায় ক্যারয়িাররে ৪০তম হাফ সঞ্চেুরি তুলে ননে বশ্বিসরো অল-রাউন্ডার সাকবি আল হাসান।
ইনংিসরে শষে দকিে রানরে গতি বাড়াতে গয়িে কমোর রোচরে বলে বোল্ড হয়ে যান সাকবি। ৬২ বলে ৬ চার ১ ছক্কায় সাজানো ছলি তার ৬৫ রানরে ইনংিস। সুযোগ পয়েওে ঝড় তুলতে পারনেনি মাশরাফওি। অপরাজতি ছলিনে ১১ বলে ৬ রান কর।ে সরিজিে প্রথমবাররে মতো ব্যাটংিয়ে নমেে মহেদেী হাসান মরিাজ ১০ রানে অপরাজতি থাকনে। নর্ধিারতি ৫০ ওভারে ৭ উইকটেে ২৫৫ রানে থামে বাংলাদশে। থমাস ৩ উইকটে ননে। ১টি করে উইকটে ননে কমোর রোচ, কমিো পল, দবেন্দ্রে বশিু এবং রোভম্যান পাওয়লে।