ক্যারিয়ারের তৃতীয় শতক তুলে নিলেন ক্যারিবীয় ওপেনার শাই হোপ। তার শতকে ভর করে সিরিজে টিকে থাকার ম্যাচে লড়ছে সফরকারীরা। ওপেনিংয়ে নেমে ১১৮ বলে শতক পূর্ন করেন হোপ। দ্বিতীয় ওয়ানডেতে জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের এখনও প্রয়োজন ৬১ রান, তাদের হাতে রয়েছে ৪ উইকেট। সবশেষ ভারত সফরেও শতক হাঁকিয়েছিলেন হোপ।
এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের তিন অর্ধশতকে ভর করে ওয়েস্ট ইন্ডিজকে ২৫৬ রানের টার্গেট দেয় বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে টাইগাররা সংগ্রহ করে ৭ উইকেটে ২৫৫ রান। সাকিব ৬২, মুশফিক ৬৫ ও তামিম ৫০ রান করেন। ক্যারিবীয়দের পক্ষে পেসার ওশানে থমাস ৫৪ রানে নেন ৩ উইকেট। প্রথম ওয়ানডের অপরিবর্তিত দল নিয়েই একাদশ সাজায় টাইগাররা।
২৫৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই উইকেট হারায় সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। নিজের ব্যক্তিগত প্রথম ওভারের দ্বিতীয় বলেই ক্যারিবীয় ওপেনার চন্দরপল হেমরাজকে লেগ বিফরের ফাঁদে ফেলেন মেহেদী হাসান মিরাজ। ৬ বল মোকাবেলায় ৩ রানে ফেরেন হেমরাজ।
দ্বিতীয় উইকেট জুটিতে ক্যারিবীয় টপ অর্ডার ব্যাটসম্যান শাই হোপ ও ড্যারেন ব্রাভো ৬৫ রানের জুটি ভাঙেন রুবেল হোসেন। বল হাতে এসেই প্রথম ওভারেরে চতুর্থ বলে ড্যারেন ব্রাভোকে বোল্ড করেন তিনি। ৪৩ বলে ২৭ রানের ইনিংস খেলেন ব্রাভো।
অভিজ্ঞ মারলন স্যামুয়েলসের উইকেট নিয়ে তৃতীয় উইকেটে৬২ রানের জুটি ভাঙেন মুস্তাফিজুর রহমান। ৪৫ বলে ২৬ রান করে উইকেটের পেছনে মুশফিককে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন স্যামুয়েলস।
ইনিংসের ৩৩ তম ওভারে ক্যারিবীয়দের ওয়ানডে ফরম্যাটের ইনফর্ম ব্যাটসম্যান শিমরান হেটমায়ারের উইকেট নিয়ে বাংলাদেশকে আবারও ম্যাচে ফেরান রুবেল। ১০ বলে ১৪ রান করে দ্বাদশ খেলোয়াড় অপুর হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন হেটমায়ার। উইকেটে আসা অধিনায়ক রোভম্যান পাওয়েলকে সৌম্য সরকারের হাতে ক্যাচ দিয়ে ফেরান টাইগার অধিনায়ক মাশরাফি। টানা দুই উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে ক্যারিবিয়ানরা।
রস্টোন চেজকে তামিমের হাতে ক্যাচ দিয়ে ম্যাচে নিজের দ্বিতীয় শিকার তুলে নেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। ১৮ বলে ৯ রান করে সাজঘরে ফেরেন চেজ।