Home ক্যাম্পাস খবর ঢাবি উপাচার্যের সঙ্গে ইউনান বিশ্ববিদ্যালয়

ঢাবি উপাচার্যের সঙ্গে ইউনান বিশ্ববিদ্যালয়


প্রতিনিধি দলের সাক্ষাৎ

চীনের ইউনান বিশ্ববিদ্যালয় ফরেন ল্যাঙ্গুয়েজ স্কুলের প্রধান অধ্যাপক পেং রং-এর নেতৃত্বে ৪-সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল আজ ১১ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছে। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- অধ্যাপক লিও চুনিয়ং, অধ্যাপক সান ফ্যাং এবং অধ্যাপক ওয়াং ওয়েনজুন।

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. শিশির ভট্টাচার্য্য এবং কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক ড. জোউ মিংডং উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চীনের ইউনান বিশ্ববিদ্যালয়ের মধ্যে চলমান যৌথ শিক্ষা কার্যক্রম আরও গতিশীল করার ব্যাপারে আলোচনা করেন। ‘ইউনান বিশ্ববিদ্যালয়ে শিগ্গিরই বাংলা ভাষা বিভাগ চালু করা হবে’ উল্লেখ করে চীনা প্রতিনিধি দলের নেতা এই বিভাগের উন্নয়নে ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের সহযোগিতা চান। উপাচার্য এ বিষয়ে সম্ভাব্য সকল সহযোগিতার আশ্বাস দেন।