Home চট্রগ্রাম ক্যাম্পাস চুয়েটে প্রথম জাতীয় কনফারেন্স বৃহস্পতিবার

চুয়েটে প্রথম জাতীয় কনফারেন্স বৃহস্পতিবার


চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) জাতীয় কনফারেন্স অনুষ্ঠিত হবে আগামী ১৩ ডিসেম্বর, বৃহস্পতিবার। ইনস্টিটিউট অফ এনার্জি টেকনোলজির (আইইটি) আয়োজনে আগামী বৃহস্পতিবার প্রথম জাতীয় কনফারেন্স ‘এনসিইটিআইএ’ অনুষ্ঠিত হবে। (1st National Conference on Energy Technology & Industrial Automation; NCETIA-2018)।

বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের সেমিনার কক্ষে সকাল ১০টায় উক্ত কনফারেন্সের উদ্বোধন করবেন চুয়েটের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ টেকনোলজির সাবেক পরিচালক প্রফেসর ড. একেএম ইকবাল হোসাইন এবং চুয়েট গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো: সাইফুল ইসলাম। এতে সভাপতিত্ব করবেন আইইটি’র পরিচালক প্রফেসর ড. মো: তাজুল ইসলাম।

উক্ত কনফারেন্সে ‘Enabling the Prospects of Neuclear Energy in Bangladesh’ শিরোনামে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বাংলাদেশ এটমিক এনার্জি কমিশনের সাবেক চেয়ারম্যান মো: আলী জুলকারনাইন। এবারের কনফারেন্সে সারাদেশের প্রায় ২৫০ শিক্ষক-গবেষক অংশগ্রহণ করবেন।

জানা গেছে, উক্ত কনফারেন্সে ইন্ডাস্ট্রিয়াল এনার্জি টেকনোলজি ((Industrial Energy Technology), ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন এন্ড কন্ট্রোল (Industrial Automation & Control), রিনিউয়েবল এনার্জি এন্ড ইটস অ্যাপ্লিকেশন (Renewable Energy & Its Application), এনার্জি হারভেস্টিং ডিভাইস (Energy Harvesting Device), রোবটিক্স এন্ড মেকাট্রনিক্স (Robotics & Mechatronics), প্রোডাকশন প্রসেস (Production Process), ইন্টারনেট অফ থিংস ইন ইন্ডাস্ট্রিজ (Internet of Things in Industries), ম্যাটেরিয়াল সায়েন্স ইন এনার্জি হারভেস্টিং (Material Science in Energy Harvesting) প্রভৃতি বিষয়ে গুরুত্বপূর্ণ প্রবন্ধ উপস্থাপন করা হবে। একইসাথে এনার্জি টেকনোলজির বর্তমান অগ্রগতি ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে বিশদ আলোচনা ও তথ্য-উপাত্ত বিনিময় হবে। কনফারেন্সে প্রথমবারের মত সুইডেন থেকে অনলাইনে একটি পেপার প্রেজেন্টেশন হবে।

এছাড়া এনার্জি টেকনোলজি, ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন এন্ড মেকাট্রনিক্স (Energy Technology, Industrial Automation & Mechatronics) এর উপর ১০ টি প্রজেক্ট নিয়ে একটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে। কনফারেন্সে সার্বিক সহযোগিতা করছেন ইপিআরসি বাংলাদেশ এবং বিএসএমই। পৃষ্ঠপোষকতায় থাকছেন আইইএস, চট্টগ্রাম।