Home সারা বাংলা কংস নদে নিখোঁজ দুই কিশোরের মরদেহ উদ্ধার

কংস নদে নিখোঁজ দুই কিশোরের মরদেহ উদ্ধার

SHARE

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের ফুলপুরে কংস নদে গোসল করতে নেমে নিখোঁজের প্রায় সাত ঘণ্টা পর দুই কিশোরের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

বুধবার (১২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ফুলপুরের কংস নদে দুই যুবক নিখোঁজের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার মেধা গ্রামের সুরুজ আলীর ছেলে আজিজুল ইসলাম (১৭) এবং একই গ্রামের আইনুল ইসলামের ছেলে রুবেল মিয়া (১৬)।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি দলের প্রধান সারোয়ার হোসেন বলেন, বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে ফুলপুরের কংস নদে দুই যুবক নিখোঁজের খবর পাই। পরে আমার নেতৃত্বে ডুবুরি দলের পাঁচ সদস্য ঘটনাস্থলে গিয়ে পাঁচ ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত সাড়ে ৯টার দিকে নদীর মাঝখান থেকে দুইজনের মৃতদেহ উদ্ধার করি।

তিনি আরও বলেন, বুধবার দুপুরে সাঁতার কাটার জন্য দুই বন্ধু আজিজুল ইসলাম এবং রুবেল মিয়া নদে নামলে স্রােতে তলিয়ে যায়।