Home সারা বাংলা ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ২

SHARE

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ মহাসড়কে কাভার্ডভ্যান চাপায় দুইজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) সকাল সাড় ৭টার দিকে জেলার শহরতলীর দীঘারকান্দা সংলগ্ন জামতলা স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহত হলেন- খালেক (২৮) ও জাকির (২৭)।

ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টার দিকে জামতলা নামকস্থানে কাভার্ড ভ্যান চাপায় ঘটনাস্থলেই দুই পথচারী নিহত হন। পথচারীদের চাপা দিয়ে কাভার্ড ভ্যানটি দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে। এসময় উত্তেজিত জনতা রাস্তার ওপর অবস্থান নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। পরে ঘটনার বিচারের আশ্বাস দিয়ে পুলিশ তাদের সরিয়ে দেয়।