Home ঢাকা ক্যাম্পাস শীতার্তদের পাশে দাড়ালো ‘জাবি সায়েন্স ক্লাব’

শীতার্তদের পাশে দাড়ালো ‘জাবি সায়েন্স ক্লাব’

SHARE

জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সায়েন্স ক্লাব কর্র্তৃক ‘শীতার্তদের প্রয়োজনে মিলি জীবনের আহ্বানে’ স্লোগানে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বুধবার (১২ ডিসেম্বর) সকাল ৯টার দিকে জাবির শহীদ মিনার প্রাঙ্গনে ক্যাম্পাসের রিকশাচালক, হলের কর্মচারী, আশেপাশের এলাকার হতদরিদ্র, অসহায় প্রায় ১০০জন লোকের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন, জাবি সায়েন্স ক্লাবের উপদেষ্টা ও ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক ফখরুল ইসলাম, বিগত কমিটির সভাপতি সানিউল ইসলাম সাইদ, বর্তমান কমিটির সভাপতি ওলিউল্লাহ সাদসহ বর্তমান কমিটির অন্যান্য সদস্যরা।

এসময় সংগঠনটির সদস্যরা শীতবস্ত্র বিতরণ করতে পেরে আনন্দ প্রকাশ করেন এবং ক্যাম্পাসের অন্যান্য সকল সংগঠনসহ ব্যাক্তিগতভাবে সকলকে শীতার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

শীতবস্ত্র পেয়ে শীতার্ত দরিদ্র অসহায় মানুষগুলোর মুখে এসময় হাসি ও উচ্ছাস দেখতে পাওয়া যায়।

উল্লেখ্য, ‘জাবি সায়েন্স ক্লাব’ প্রতিষ্ঠার পর থেকে গত পাঁচ বছর বিভিন্ন সামাজিক কল্যাণমূলক কাজ করে আসছে।