Home জাতীয় আওয়ামী লীগের ইশতেহার প্রকাশ ১৮ ডিসেম্বর

আওয়ামী লীগের ইশতেহার প্রকাশ ১৮ ডিসেম্বর

SHARE

একাদশ জাতীয় সংষদ নির্বাচন উপলক্ষে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার প্রকাশ হবে ১৮ ডিসেম্বর (মঙ্গলবার)। দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওইদিন সকাল ১০টায় হোটেল সোনারগাঁয়ের বল রুমে এ ইশতেহার ঘোষণা করবেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আওয়ামী লীগের ইশতেহার প্রণয়ন কমিটির সদস্য সচিব এবং দলের উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

অনুষ্ঠানে সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, প্রকৌশলী, বুদ্ধিজীবী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার প্রায় এক হাজার মানুষ উপস্থিত থাকবেন।