Home রাজনীতি বিএনপি প্রার্থী মাহাবুব উদ্দিন খোকন গুলিবিদ্ধ

বিএনপি প্রার্থী মাহাবুব উদ্দিন খোকন গুলিবিদ্ধ

SHARE

নোয়াখালী প্রতিনিধি : বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নোয়াখালীর সোনাইমুড়িতে নির্বাচনী জনসভা থেকে ফেরার পথে ওসির গুলিতে তিনি আহত হয়েছেন বলে জানা গেছে।

শনিবার বিকেল ৫টার দিকে সোনাইমুড়ি বাজারে এ ঘটনা ঘটে। এসময় তার সঙ্গে থাকা বিএনপি ও ছাত্রদলের একাধিক নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন বলে বিএনপির নেতাকর্মীরা জানিয়েছেন।

সোনাইমুড়ি থানা পুলিশের ওসি আবদুল মজিদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

মাহবুব উদ্দিন খোকনের ছেলে সাকিব মাহবুব জানান, আমার বাবার গায়ে পাঁচটি গুলি লেগেছে।

এ ঘটনায় আরও দুই জন গুলিবিদ্ধ হয়েছেন। এর মধ্যে একজন হলেন বেগমগঞ্জ উপজেলার মৃত তাজুল ইসলামের ছেলে ইকবাল হোসেন রুবেল (৩৫), যিনি এএম মাহবুব উদ্দিন খোকনের ব্যক্তিগত সহকারী। অন্যজন হলেন সোনাইমুরি উপজেলার আবুল কাশেমের মো. সোহেল (৩০)। তারাও নোয়াখালী জেলারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কর্তব্যরত চিকিৎসক ফজলে রাব্বানী বলেন, ‘এএম মাহবুব উদ্দিন খোকনের পিঠে ৬টি ছররা (ছিটা) গুলি লেগেছে, সোহেলের ঘাড়ে লেগেছে দুইটি এবং রুবেলের পায়ে লেগেছে একটি। আহতদের শরীরে ছররা (ছিটা) গুলি রয়েছে কিনা তা পরীক্ষার জন্য এক্স-রে করা হয়েছে।’