Home ব্রেকিং মতলব উত্তরের সুগন্ধি গ্রামে সংঘর্ষে ১০ জন আহত

মতলব উত্তরের সুগন্ধি গ্রামে সংঘর্ষে ১০ জন আহত

SHARE

মতলব উত্তর(চাঁদপুর) সংবাদদাতাঃ
মতলব উত্তর উপজেলার সুগন্ধি গ্রামে দুপুরে সাবেক মন্ত্রী মেজর জেনারেল (অব.) শামসুল হক এর ছেলে আনিসুল হক ও তার প্রতি পক্ষের সাথে সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় আনিসুল হক গুলি বর্ষণ করে বলে এলাকাবাসী জানান। সংঘর্ষে নিক্সন (২৮), মাজহারুল (২৬)’সহ অন্তত ১০জন গুরুত্বর আহত হয়। আনিসুল হককে অবরুদ্ধ করে রাখে প্রতিপক্ষের লোকজন। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও অতিরিক্ত দায়িত্বরত নির্বাচন অফিসার শুভাশিষ ঘোষ ও মতলব উত্তর থানা পুলিশ ঘসটনাস্থলে পৌছে আনিসুল হককে উদ্ধার করে। প্রশাসন পরিবেশ নিয়ন্ত্রণে এনে আনিসুল হকের নিরাপত্তার জন্য এলাকা ত্যাগ করার জন্য বলা হয়। আনিসুল হক স্ব-স্ত্রীক বাড়ি ত্যাগ করে ঢাকায় চলে জান।