ডেস্ক রিপোরট :কক্সবাজার শহরের বিসিক এলাকা থেকে ১ লাখ পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে র্যাব। শনিবার (২০ অক্টোবর) সকালে ওই এলাকায় থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়। এ সময় পাচারকাজে ব্যবহৃত মাইক্রোবাস জব্দ করে র্যাব।আটকেরা হলেন- মো. জোহর (৩৫), মো. বেলাল (২২) ও মো. ছদরুল আমিন (২১)। এদের মধ্যে একজন রোহিঙ্গা নাগরিক বলে জানিয়েছে র্যাব। র্যাব জানায়, অভিযানে মাদক ব্যবসায়ীদের বহানকারী একটি মাইক্রোবাস (ঢাকা মেট্টো-চ-১১-৯৩০৫) জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার মূল্য প্রায় ৫ কোটি টাকা। র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কামান্ডার মেজর মেহেদী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা জানতে পারে টেকনাফ থেকে মাইক্রো বাসে করে ইয়াবার একটি চালান আসতে পারে। এ খবরের ভিত্তিতে র্যাব সদস্যরা বিসিক এলাকায় মাইক্রোবাসটিতে তল্লাসি চালিয়ে ১ লাখ পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করে।