Home ব্রেকিং তানোরে গান গেয়ে নৌকার ভোট চাইলেন শিল্পীরা

তানোরে গান গেয়ে নৌকার ভোট চাইলেন শিল্পীরা

SHARE

সংবাদদাতা : রাজশাহীর তানোরে গান গেয়ে নৌকার ভোট চাইলেন শিল্পীরা। শনিবার সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে গোল্লাপাড়া ফুটবলমাঠে ‘শেখ হাসিনা জিতলে বাংলাদেশ জিতবে’শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের নেতৃত্ব দেন বাংলাদেশের বিশিষ্ট অভিনেতা তুষার খান। এছাড়া টেলিভিশন অভিনেতা আহসানুল হক মিলুসহ জনপ্রিয় অভিনয় শিল্পীদের অভিনয়ে নাটিকা ও রাজশাহী ঐতিহ্যবাহী গম্ভীরা গান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মহাজোটের প্রার্থী সাবেক শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরীর পক্ষে নৌকা প্রতীকে ভোট চান শিল্পীরা।

এসময় উপস্থিত ছিলেন অনুষ্ঠানের আয়োজক ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কামাল আজাদ প্রদীপ সরকার, উপজেলা মহিলালীগের সভানেত্রী সোনিয়া সরদার, আওয়ামীলীগ নেতা অবসরপ্রাপ্ত সার্জেন্ট মনীরুজ্জামান মনির, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ওহাব সরদার প্রমুখ।