
শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
রোববার সকালে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। এরপর উপজেলা পরিষদ ও পৌর কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা ও পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, শেরপুর প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। সকাল সাড়ে ৮টার দিকে শেরপুর ডিজে হাইস্কুল খেলার মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর স্কাউটস, বিএনসিসি, পুলিশ-আনসারসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কুচকাওয়াজ, শারীরিক কসরত ও ডিসপ্লে প্রদর্শন করা হয়। পরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদানসহ হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার দেয়া হয়। বিকেলে মুক্তিযুদ্ধ শীর্ষক আলোচনাসভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। এসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ। বক্তব্য রাখেন শেরপুর পৌরসভার মেয়র আব্দুস সাত্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেন, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক মুনসী সাইফুল বারী ডাবলু, আ.লীগ নেতা মকবুল হোসেন, শাহজামাল সিরাজী, মুক্তিযোদ্ধা কেএম ওবায়দুর রহমান প্রমূখ।