Home ব্রেকিং বিএনপির ইশতেহার রঙিন বেলুন, ক্ষমতায় গেলেই চুপসে যাবে :কাদের

বিএনপির ইশতেহার রঙিন বেলুন, ক্ষমতায় গেলেই চুপসে যাবে :কাদের


বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক :  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির ইশতেহার প্রতিশ্রুতির রঙিন বেলুন। যদি তারা ক্ষমতায় আসে, সঙ্গে সঙ্গেই তা চুপসে যাবে। এসব প্রতিশ্রুতি রক্ষা করার কোনও বাস্তবতা নেই।

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) কুমিল্লার চৌদ্দগ্রামের মিয়াবাজারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, তারা নির্বাচনে জেতার জন্য কতগুলো অবাস্তব এবং অলৌকিক স্বপ্ন তুলে ধরছে যার কোনও বাস্তবতা নেই।

এসময় ঐক্যফ্রন্টের ইশতেহারের সমালোচনা করে তিনি বলেন, ঐক্যফ্রন্ট ক্ষমতায় গেলে যুদ্ধাপরাধীদের বিচার করবে এটা বছরের সেরা কৌতুক, ভূতের মুখে রাম নাম।

সেতুমন্ত্রী বলেন, সিংহাসন একবার হারালে তা ফিরে পাওয়া এত সহজ না। তারা নির্বাচনে থাকুন এটা মনে প্রাণে চাই। কিন্তু তারা জনগণের কাছে না গিয়ে গিয়েছে বিদেশিদের কাছে।

এসময় কুমিল্লার সংবাদকর্মীদের পাশাপাশি রাজনৈতিক ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।