শামসুজ্জামান ডলার ঃ
মতলব উত্তর উপজেলার বাগানবাড়ী ইউনিয়নে নৌকা মার্কার পক্ষে গনসংযোগ করলেন চাঁদপুর জেলা আওয়ামলীগের সহ-সভাপতি ও মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর আহমদ। ১৮ডিসেম্বর মঙ্গলবার বিকালে বাগানবাড়ী ইউনিয়নের কালির বাজার ও বাগানবাড়ী আইডিয়াল একাডেমী সংলগ্ন বাগানবাড়ী বাজারে গনসংযোগ করেন।
বিকালে কালির বাজারে চাঁদপুর-২ নির্বাচনী আসনে আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী এ্যাডভোকেট নুরুল আমীন রুহুলের পক্ষে গনসংযোগকালে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ও বাগানবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম মাস্টার, বাগানবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নান্নু মিয়া, উপজেলা শ্রমিকলীগের সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাগানবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক বাবুল হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আঃ সাত্তর, সহ-সভাপতি যথাক্রমে নাছির উদ্দিন মাস্টার ও আলহাজ¦ খোরশেদ আলম, কালিরবাজার বাজার কমিটির সভাপতি আঃ রহমান বকাউল, সাধারন সম্পাদক ইব্রাহিম মোল্লা, বাগানবাড়ী ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক আবুল কাসেম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম সরকারসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সন্ধ্যার পর নৌকা মার্কার সমর্থনে বাগানবাড়ী বাজারে গনসংগোকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আহমদ এর সাথে ছিলেন, উপজেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ও বাগানবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম মাস্টার, চট্রগ্রাম পলিটেকনিক্যাল ছাত্রসংসদের সাবেক ভিপি জামাল হোসেন নাহিদ,উপজেলা বাগানবাড়ী ইউনিয়ন যুবলীগের সভাপতি মামুন জমাদার, আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম সুমন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মহিউদ্দিন মাহতাবসহ অন্যান্য নেতৃবৃন্দ।