শামসুজ্জামান ডলার-
চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিন) নির্বাচনা আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এ্যাডভোকেট নুরুল আমীন রুহুল বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে জননেত্রী শেখ হাসিনা দিনরাত পরিশ্রম করছেন। তাঁর নেতৃত্বে দেশ আজ অনেক এগিয়ে যাচ্ছে যা সারা বিশ্ব তাকিয়ে দেখছে। এমন কোন খাতনেই যে খাতে এ সরকারের উন্নয়নের কোন ছোঁয়া লাগেনি। তাই এই উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে নৌকায় ভোট দিন।
১৯ডিসেম্বর বুধবার মতলব উত্তর উপজেলার ইসলামবাদ, ফরাজীকান্দি ও ফতেপুর পশ্চিম ইউনিয়নের বিভন্নস্থানে নৌকা মার্কার পথসভায় প্রার্থী তাঁর বক্তব্যে একথাগুলো বলেছেন।
এরমধ্যে বুধবার বিকালে প্রথমে ফরাজীকান্দির চরমাছুয়ায় এলাকার হাজী মইন উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠের পথসভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর আহমদ। ফরাজীকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত)সভাপতি জসিম উদ্দিন মুন্সীর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান আয়ূব আলী গাজী, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক কাজী শরীফ।
এরপর আমিরাবাদ বাজার সংলগ্ন ছোট চরকালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠের পথসভায় স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল মজিদ খানের সভাপতিত্বে এবং চাঁদপুর জেলা যুবলীগ নেতা গাজী শাখাওয়াত হোসেন ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ন রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গাজী ইলিয়াছুর রহমান, সমাজ সেবক ক্যাপ্টেন(অব) গাজী আফজাল হোসেন।
সন্ধ্যার ফরাজীকান্দি ইউনিয়নের বাদামতলী বাজারের পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আহমদ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদ মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপজেলা কৃষকলীগের সভাপতি মোখলেছুর রহমান মাস্টার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গাজী ইলিয়াছুর রহমান, সমাজ সেবক ও আওয়ামীলীগ নেতা আমিনরুল ইসলাম হান্নান(জাপানী হান্নান), উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক শাহজালাল মাস্টার, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক কাজী শরীফ, প্রফেসর বিল্লার হোসেন, জেলা যুবলীগ নেতা গাজী শাখাওয়াত হোসেন, ফরাজীকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি নুরুদ্দীন পাটোয়ারী, সমাজ সেবক ও শিক্ষানুরাগী গোলাম রাব্বানী পাপ্পু, ঢাকা পলিটেকনিক্যাল ছাত্রলীগ নেতা হারিছ মো দীপন, ঢাকা মহানগর উত্তর যুবলীগ নেতা কামরুল হাসান লিটন, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা রমিজ উদ্দিন শিশির, ইউনিয়ন যুবলীগ সভাপতি কবির হোসেন, সাধারন সম্পাদক আতাউর রহমান সবুজ, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি দেওয়ান আব্দুর রহিম, আওয়ামীলীগ নেতা এনায়েত উল্যাহ, মানসুর আহমেদ, মনোয়ার হোসেন মনু, মাহবুব আলম মিস্টার, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের অন্যতম নেতা ও চাঁদপুর-২ নির্বাচনী অসনে কেন্দ্রিয় ছাত্রলীগের পক্ষের সমন্ময়ক বাদশা শাওন প্রমূখ।
নৌকার প্রার্থী এ্যাড. রুহুল আরোর বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার লক্ষ্যে বিজয়ের এই মাসে স্বাধীনতা বিরোধী শক্তি নানারকমের প্রভাকান্ড ছড়াচ্ছে। এই নির্বাচনে তাদের নেতা ড. কামাল হোসেন নিজেই নির্বাচন করছেনা। খালেদা জিয়াসহ শতাধিক নেতা অপরাধের কারনে মামলায় জড়িত হয়ে নির্বাচন থেকে ছিটকে পড়েছে। মা-ছেলে মনোনয়ন বানিজ্য করার কারনে পার্টীর মহাসচিব নির্বাচনী প্রচারনায় গিয়ে দলীয় নেতাদের হাতে লাঞ্ছিত হচ্ছে। এই চোর-বাটপার দের থেকে সতর্ক থাকতে হবে।
এ সময় উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।