Home জাতীয় ড. কামালের জরুরি সংবাদ সম্মেলন বিকেলে

ড. কামালের জরুরি সংবাদ সম্মেলন বিকেলে

SHARE

বিশ্ববিদ্যায়ল পরিক্রমা প্রতিবেদক : জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন।

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর পুরানা পল্টনের জামান টাওয়ারে ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

গণফোরামের মিডিয়া সমন্বয়ক লতিফুল বারী হামীম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সংবাদ সম্মেলনে ড. কামাল হোসেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জোটের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

জোট সূত্র বলছে, আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনসহ সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন ড. কামাল হোসেন। মূলত এ জন্যই জরুরি এ সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।