Home আইন/আদালত বিএনপির ৩ নেতার প্রার্থিতা বাতিল

বিএনপির ৩ নেতার প্রার্থিতা বাতিল

SHARE

বিশ্ববিদ্যায়ল পরিক্রমা প্রতিবেদক :উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ না করায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত তিনজনের প্রার্থিতা বাতিল করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) পৃথক আবেদনের শুনানি শেষে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা হলেন, জামালপুর-৪ আসনে ফরিদুল কবির তালুকদার শামীম, জয়পুরহাট-১ আসনে ফজলুর রহমান এবং ঝিনাইদহ-২ আসনে আবদুল মজিদ।

আদালতে নির্বাচন কমিশনের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট শাহ্ মঞ্জুরুল হক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।

উপজেলা চেয়ারম্যান পদে থেকে নির্বাচন করার বিষয়ে নির্বাচন কমিশন তাদের প্রার্থিতা বৈধ করে যে আদেশ দিয়েছিলেন তার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের করা এক রিট আবেদনের প্রেক্ষিতে ইসির দেয়া আদেশ স্থগিত করেন হাইকোর্ট। ফলে মোট ৯ প্রার্থীর নির্বাচনে অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে।