Home ব্রেকিং চিরিরবন্দরে গলায় ফাঁস দিয়ে যুবতীর আত্মহত্যা

চিরিরবন্দরে গলায় ফাঁস দিয়ে যুবতীর আত্মহত্যা


চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার পল্লীতে বগ্নিপতির বাড়িতে এসে অভিমান করে সাথী আক্তার (১৯) নামে এক যুবতী নিজ ঘরে গলায় ফাঁস রশি লাগিয়ে আত্মহত্যা করেছে।

এ ঘটনাটি গতকাল ২১শে ডিসেম্বর শুক্রবার সকাল ১০টায় উপজেলা ঈসবপুর ইউনিয়নের বিন্যাকুড়ি গ্রামের গ্রামীণ টাওয়ার ফোন সংলগ্ন এলাকায় ঘটেছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে। নিহত সাথী আক্তার নওগা জেলার রাণীনগর উপজেলার বনশালীকুড়ি গ্রামের আনছার আলীর মেয়ে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, ভগ্নিপতি আবুল কালাম আজাদ গত ২০শে ডিসেম্বর ঢাকায় চলে গেলে শ্যালিকা সাথী আক্তার অভিমান করে আত্মহত্যা করেছে।