Home ব্রেকিং ত্রিশালে স্কুল শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও

ত্রিশালে স্কুল শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও


ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের ত্রিশালে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করলেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল জাকির।

স্থানীয় ও ত্রিশাল উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ত্রিশাল উপজেলার ধানীখোলা ইউনিয়নের ওয়াহিদুল আলমের মেয়ে স্থানীয় রওশন আরা বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মৌমিতা খাতুন মুন্নির (১৪) পার্শবর্তী ফুলবাড়িয়া উপজেলায় গত শুক্রবার (২১ ডিসেম্বর) রাতে বিয়ে ঠিক করে মেয়ের অভিভাবক।

এ খবর পেয়ে ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজ উদ্যোগে স্থানীয় বাল্যবিয়ে প্রতিরোধ ব্রিগেড টিমের সমন্বয়ক রফিকুল আলম, ও এএসআই আজিজকে ঘটনাস্থলে পাঠান। এ সময় ঘটনাস্থলে বিয়ে সকল আয়োজনের প্রস্তুতি শেষ পর্যায়ে দেখে বাল্যবিয়ে অন্যায়, এটা বন্ধ না হলে তারা আইনগত ব্যবস্থা নেবে মর্মে অভিভাবককে অবহিত করলে তারা বিয়ে বন্ধ করে বাল্যবিয়ে দিবে না বলে মুছলেকা প্রদান করেন।

ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল জাকির এ ব্যাপারে বলেন, বাল্যবিয়ে প্রতিরোধে আমরা কঠোরতা অবলম্বন করেছি। কোনো অবস্থাতেই বাল্যবিয়ে প্রশ্রয় দেয়া হবে না।