Home ব্রেকিং নোয়াখালীতে আ.লীগ-বিএনপির সংঘর্ষে আহত ২০, আটক ১৫

নোয়াখালীতে আ.লীগ-বিএনপির সংঘর্ষে আহত ২০, আটক ১৫


নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী-৪ আসনের সুবর্ণচর উপজেলায় নির্বাচনী প্রচারণাকালে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষে ২০জন আহত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার ভূঁইয়ার হাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সংঘর্ষের সময় আওয়ামী লীগের দুইটি অফিসসহ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় সুবর্ণচর উপজেলা বিএনপির সভাপতি এ বি এম জাকারিয়াসহ ১৫ জনকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে স্থানীয় ভূঁইয়ারহাট বাজারে নির্বাচনী প্রচারণা ও পথসভা করছিলেন বিএনপি প্রার্থী মোহাম্মদ শাহজাহান। এসময় স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা একটি মিছিল নিয়ে বাজারে প্রবেশ করলে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে বাকবির্তকের ঘটনা ঘটে। এর এক পর্যায়ে তাদের উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে।

সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগ সভাপতি এ্যাড. ওমর ফারুক জানান, বিএনপির নেতা-কর্মীরা চরজব্বর ইউনিয়নের ভূঁইয়ার হাট ও কাঞ্চন বাজার আওয়ামী লীগের দুটি অফিস ভাঙচুর করে। বিএনপির সভাপতি জাকারিয়ার বাড়িতে বহিরাগত লোকজন আশ্রয় নেয়।

অন্যদিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান জানান, দলীয় প্রার্থী সহ বিএনপির নেতা-কর্মীরা ভূঁইয়ারহাটে পথসভা শেষে বের হওয়ার পথে আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাদের ওপর অর্তকিত হামলা চালায়। এতে কয়েকজন আহত হয়।

চর জব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিএনপি নেতা-কর্মীরা প্রথমে আওয়ামী লীগ কর্মীদের ওপর হামলা করে। পরে দুই পক্ষের মধ্যে সংর্ঘষ্য বাধে। বিশৃঙ্খলার অভিযোগে ১৫ জনকে আটক করা হয়েছে।