Home অন্যান্য লাঙ্গলের প্রচারে সরব মনোনয়ন বঞ্চিত জাপার নেতা-নেত্রীরা!

লাঙ্গলের প্রচারে সরব মনোনয়ন বঞ্চিত জাপার নেতা-নেত্রীরা!


বিশ্ববিদ্যায়ল পরিক্রমা প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাঠে লাঙ্গল প্রতীকের সক্রিয় প্রচারণায় রয়েছেন জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় কমিটির সভাপতি আলমগীর সিকদার লোটন। এবারের ভোটের মাঠে ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছেন নারী নেত্রীরা। যারা জাতীয় পার্টির রাজনীতি করে এখন পর্যন্ত নিজেদের উন্নতি করতে পারেননি। অনেক নেতা প্রার্থী হবার সুযোগ পেলেও বঞ্চিত রয়েছেন নারী নেত্রীরা। তবে কি নারীরা রাজনীতির মাঠে সক্রিয় থেকেও পরিশ্রম এবং দক্ষতার স্বীকৃতি থেকে বঞ্চিতই থাকবে ? এমন প্রশ্ন তুলেছেন অভিজ্ঞরা।

লাঙ্গল প্রতীকে ভোটের সরব প্রচারণায় মাঠে নেমেছে জাতীয় যুব সংহতি। জাতীয় পার্টির মনোনীত প্রার্থীর পক্ষে কেন্দ্রীয় নেতৃবৃন্দ থেকে শুরু করে তৃনমূলের নেতাকর্মীরাও বেশ সক্রিয়ভাবেই প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, জাপার যুব সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আলমগীর সিকদার লোটনের নেতৃত্বে কেন্দ্রীয় নেতৃবৃন্দরা লাঙ্গলের প্রার্থীর পক্ষে ভোটের প্রচারণা চালাচ্ছেন। যুক্ত প্রচারণায় অংশ নিয়েছেন যুব সংহতির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক স্বপ্নীল জারা আলী সহ শতাধিক নারী নেত্রী। এরআগে কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) সংসদীয় আসনে ভোটযুদ্ধে অংশ নিতে আগ্রহ দেখিয়েছিলেন তিনি। আলমগীর সিকদার লোটন সহ প্রচারণায় অংশ নেয়া অনেকেই জাপার প্রার্থী হতে চাইলেও দল থেকে মনোনয়ন বঞ্চিত হয়েছেন। তারপরেও ভোটের প্রচারণায় লাঙ্গল প্রতীকে ভোটারদের কাছে ভোট চাইছেন মনোনয়ন বঞ্চিত নেতা এবং নেত্রীরা।

কয়েকদিন ধরেই ঢাকা-৬ আসনে জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদের পক্ষে ‘লাঙ্গল’ প্রতীকে প্রচারণা করছে জাতীয় যুব সংহতি। ‘বাজার থেকে মহল্যায়’ প্রতিদিনই ভোটারদের দরজায় ছুটে চলেছেন তাঁরা। তবে নারী ভোটারদের কাছে নারী নেত্রীদের প্রচারণা একেবারেই ভিন্ন। নেতাদের চেয়ে নেত্রীরাই ভোটের প্রচারণায় গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে। ভোটারদের পাশে বসে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরছেন নারী নেত্রীরা।

নির্বাচনী প্রচারকালে জানতে চাইলে যুব সংহতির যুগ্ম সাধারণ সম্পাদক স্বপ্নীল জারা বলেন, মনোনয়ন পাইনি তাতে কি, দলের প্রতীকের বিজয় আনতে হবে। আমাদের দলীয় প্রধান হুসেইন মুহম্মদ এরশাদের মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করছি। কি পেলাম আর কি পেলাম না, এটা ভাবার আগে দলের জন্য ভাবতে হবে। যুব সংহতির সভাপতি লোটনের নেতৃত্বে নারী নেত্রীরা সক্রিয় প্রচারণা করছে বলেও জানান এই নেত্রী।