Home অন্যান্য সোমবার জেএসসি ও পিইসি পরীক্ষার ফল প্রকাশ

সোমবার জেএসসি ও পিইসি পরীক্ষার ফল প্রকাশ

SHARE

বিশ্ববিদ্যায়ল পরিক্রমা প্রতিবেদক :জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) এবং প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও সমমানের ইবতেদায়ী পরীক্ষার ফল প্রকাশ করা হবে সোমবার।

ওইদিন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার ওইদিন সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রীর হাতে ফলাফলের সার সংক্ষেপ তুলে দেবেন।

একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ২০১৯ সালের জন্য বিনামূল্যে পাঠ্যবই বিতরণ কার্যক্রমও উদ্বোধন করবেন।

এরপর দুপুর ১২টায় সচিবালয়ে সংবাদ সম্মেলন করে জেএসসি-জেডিসির ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী ‍নুরুল ইসলাম নাহিদ।

আর দুপুর ১টায় নিজের মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে সমাপনীর ফলাফলের বিস্তারিত প্রকাশ করবেন গণশিক্ষা মন্ত্রী ফিজার।

গত ১ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত জেএসসি ও জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হয়, অংশ নেয় ২৬ লাখ ৭০ হাজার ৩৩৩ জন পরীক্ষার্থী।

অন্যদিকে ১৮ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত পিইসি ও ইবতেদায়ি পরীক্ষায় অংশ নেয় ৩০ লাখ ৯৫ হাজার ১২৩ জন ক্ষুদে শিক্ষার্থী।