Home জাতীয় সোমবার সকাল থেকে মাঠে থাকেব সেনাবাহিনী

সোমবার সকাল থেকে মাঠে থাকেব সেনাবাহিনী

SHARE

বিশ্ববিদ্যায়ল পরিক্রমা প্রতিবেদক :একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষায় সোমবার সকাল থেকে মাঠে কাজ করবে সেনাবাহিনী। ৩৮৯ উপজেলায় সেনাবাহিনী এবং ১৮ উপজেলায় নৌবাহিনী কাজ করবে। রোববার রাত থেকে এসব এলাকায় ক্যাম্প স্থাপন শুরু হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আলমগীর কবির এই তথ্য নিশ্চিত করেছেন।

গত ১৮ ডিসেম্বর থেকে সারাদেশে এক হাজার ১৬ প্লাটুন বিজিবি কাজ করছে।

গত ১৩ ডিসেম্বর ইসি সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের জানান, ২৪ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে কাজ করবে।