Home খেলাধূলা এবারের বিপিএল সম্প্রচারে আসছে বিশাল চমক!

এবারের বিপিএল সম্প্রচারে আসছে বিশাল চমক!


বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক: বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) সম্প্রচারের দায়িত্ব এবার নিজেদের কাঁধে নিচ্ছে বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড)। বিশ্বমানের সম্প্রচার দর্শকদের উপহার দিতে ইতোমধ্যেই পরিকল্পনা সাজিয়ে রেখেছে বোর্ড। ধারাভাষ্য ও আম্পায়ারিংকে সমালোচনার বাইরে রাখতে চেষ্টা করছে বিসিবি।

বিপিএলে এর আগের আসরগুলোতে খেলা দেখানোর জন্য ১৭ থেকে ১৮ টি ক্যামেরা ব্যবহার করা হলেও এবার পরিকল্পনা আছে ২৬ টি ক্যামের ব্যবহার করার। গ্রাফিক্সে নতুনত্ব, স্পাইডার ক্যাম, ডিআরএস নিয়ে দর্শকদের খেলা দেখার আনন্দ কয়েকগুণ বাড়িয়ে দিতে বদ্ধপরিকর বিপিএল গভর্নিং কাউন্সিল।

বড় কোন প্রোডাকশন হাউজের শরণাপন্ন হবে বিসিবি। আগামী ৫ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বিপিএল। নির্বাচনের কারণে হবে না কোন উদ্বোধনী অনুষ্ঠান।

বিপিএলে এর আগে ধারাভাষ্য নিয়ে সমালোচনা হয়েছে বিস্তর। এবার আর সেই সমালোচনা শুনতে রাজি নন বিপিএলের কর্তা ব্যক্তিরা। ফিরিয়ে আনা হচ্ছে নিউজিল্যান্ডের জনপ্রিয় ধারাভাষ্যকার ড্যানি মরিসনকে। এছাড়া বেশ কিছু বিশ্বমানের ধারাভাষ্যকার থাকবে বিপিএলে।

বিপিএলের আম্পায়ারিং নিয়েও বেশ কথা হয়। এবার সেরকম নেতিবাচক কথা শুনতে চায় না বিপিএল গভর্নিং কাউন্সিল। ইতোমধ্যেই বাংলাদেশের বাইরে পাকিস্তান ও শ্রীলঙ্কার কিছু আম্পায়ারের সার্ভিস নিশ্চিত করা হয়েছে। ইংল্যান্ড সহ অন্যান্য দেশের নামডাক ওয়ালা আম্পায়ারদের বিপিএলে আনতেও চেষ্টা জারি আছে কাউন্সিলের।

তবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সে স্টিভ স্মিথ খেলতে পারবেন কি পারবেন না সেই সিদ্ধান্ত দিতে পারেনি বিপিএল গভর্নিং কাউন্সিল। ব্যাপারটা নিষ্পত্তির জন্য ক্রিকেট বোর্ডকে রেফার করেছে কাউন্সিল।

জালাল ইউনুস এই প্রসঙ্গে বলেন, ‘আমরা মনে করেছি যে স্টিভ স্মিথ হাই প্রোফাইল একজন প্লেয়ার। সে যদি বিপিএলে খেলে তাহলে এটার গ্ল্যামার আরো বাড়বে।

তাই আমরা ইনিশিয়ালি তার খেলাটা অ্যালাও করেছিলাম। কিন্তু ডিসিশনটা একটু কমপ্লিকেটেড হওয়াতে ব্যাপারটা আমরা বোর্ডে রেফার করেছি। আশা করছি দুই-এক দিনের মধ্যে ব্যাপারটা নিষ্পত্তি হয়ে যাবে।’