Home সারা বাংলা খাগড়াছড়িতে ইউপিডিএফ-জেএসএসের গোলাগুলি, নিহত ২

খাগড়াছড়িতে ইউপিডিএফ-জেএসএসের গোলাগুলি, নিহত ২


খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফ প্রসীত গ্রুপ ও জেএসএসের মধ্যে গুলিবিনিময়ে দুইজন নিহত হয়েছেন। তবে এখনও নিহতদের পরিচয় জানা যায়নি।

সোমবার (২৪ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে পানছড়ির পুজগাং এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

জানা গেছে, সকাল থেকে দু’টি পক্ষের মধ্যে থেমে থেমে গুলি বিনিময় হয়ে আসছিল। রোববার (২৩ ডিসেম্বর) রাতে ইউপিডিএফ ও জেএসএস একে অপরের নেতাকর্মীদের বাড়িতে হামলা চালায়।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আলম বলেন, পানছড়িতে ইউপিডিএফ প্রসীত গ্রুপ ও জেএসএসের মধ্যে গুলিবিনিময়ে দুইজন নিহতের খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থলের দিকে যাচ্ছে। তবে কি কারণে এই হত্যাকাণ্ড তা এখনও জানা যায়নি।