Home ব্রেকিং ডেমরায় নবীউল্লাহ নবীর বিশাল শোডাউন

ডেমরায় নবীউল্লাহ নবীর বিশাল শোডাউন

SHARE

বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক পাওয়ার পর থেকে নিয়ম করে প্রতিদিনই প্রচারণা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন ঢাকা-৫ আসনের বিএনপি ও ঐক্যফ্রন্টের প্রার্থী নবীউল্লাহ নবী। এরই ধারাবাহিকতায় আজও প্রচারণায় নেমেছেন রাজপথ কাঁপানো এই নেতা। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ডেমরার বামৈল বাজার থেকে গণসংযোগে নেমেছেন তিনি। এ সময় তার সঙ্গে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি দেখা গেছে। পরিলক্ষিত হয়েছে তাদের বাঁধ-ভাঙা উল্লাসও।

এর আগে, গত ১১ ডিসেম্বর পারিবারিক কবরস্থান জিয়ারত করে নির্বাচনী গণসংযোগ শুরু করেন নবীউল্লাহ নবী। পরের দিন বুধবার মৃধাবাড়িতে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়। সেখানে তিনি নানা দিকনির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন। ইতোমধ্যে ৫০ নং ওয়ার্ড, ৪৮ নং ওয়ার্ড এবং গতকাল ডগাইর বাজারসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন নবীউল্লাহ নবী।

এ আসনে সর্বমোট ভোটার ৪ লাখ ৫০ হাজার ৭২৫। এর মধ্যে পুরুষ ভোটার ২,৩১৫৯২ এবং নারীভোটার ২,১৯১৩৩। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৮, ৪৯ ও ৫০ নম্বর ওয়ার্ড এবং ঢাকা মেট্রোপলিটনের ডেমরা, দনিয়া, মাতুয়াইল ও সারুলিয়া ইউনিয়ন নিয়ে এ আসনটি গঠিত।

পিএনএস/আনোয়ার