Home ব্রেকিং কাতার প্রবাসী কাসেম সরকারের উদ্যোগে মতলব উত্তর শ্রীরায়েরচরে নৌকা মার্কার পক্ষে ...

কাতার প্রবাসী কাসেম সরকারের উদ্যোগে মতলব উত্তর শ্রীরায়েরচরে নৌকা মার্কার পক্ষে পথসভা ও গনসংযোগ

SHARE
SONY DSC

শামসুজ্জামান ডলার-
মতলব উত্তর উপজেলার শ্রীরায়েরচরে নৌকা মার্কার পক্ষে পথসভা ও গনসংযোগ করেন
স্বেচ্ছাসেবকলীগ কাতার শাখার সভাপতি আবুল কাসেম সরকার। ২৬ ডিসেম্বর
বুধবার বিকালে উপজেলার শ্রীরায়েরচর এলাকায় গনসংযোগ ও প্রধান অতিথি
হিসাবে পথসভাকালে সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক জসিম
উদ্দিন।
মতলব উত্তর উপজেলা যুবলীগের যুগ্মসম্পাদক ওসমান গনি শিকদারের সঞ্চালনায়
পথসভায় আরো বক্তব্য রাখেন উপজেলা যুবলীগ নেতা আবু তাহের, মতলব উত্তর উপজেলা
শেখ রাসেল শিশু-কিশোর পরিষদের সভাপতি শিবলী এমরান জুয়েল, উপজেলা
স্বেচ্ছাসেবকলীগের সদস্য ও সাবেক জনপ্রতিনিধি বাচ্চু মুন্সি, মুক্তিযোদ্ধা
মজিবুর রহমান সমরকার, সাদুল্যাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মহসীন
হোসেন সিয়াম, সাদুল্যাপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ওয়াসীম নিলয়,
উপজেলালে শেখ রাসেল শিশু কিশোর পরিষদে যুগ্মসম্পাদক শফিকুল ইসলাম মিয়াজী,
স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি শরীফ সরকার, আওয়ামীলীগ নেতা দেলোয়ার হোসেন
মেম্বার, উপােজলা শেখ রাসেল এর সহ-সাংগঠনিক সম্পাদক আল-আমীন, ইউনিয়ন
ছাত্রলীগের যুগ্মসম্পাদক নাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক আশিক মিয়া,
যুবলীগ নেতা হাসান সরকার, ইউনিয়ন শেখ রাসেল এর সাধারন সম্পাদক কামরুল
হোসেন, মামুন মিয়া, ওয়ালেদ রাব্বী, আল-আমীন প্রমূখ।
পথসভায় প্রধান অতিথি আবুল কাসেম সরকার বলেন, শেখ হাসিনা বাংলাদেশে যে
উন্নয়ন করেছে তা সত্যিই প্রশংসার দাবীদার। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে
শেখ হাসিনার বিকল্প নেই। আর এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ৩০ ডিসেম্বর
নৌকায় ভোট দিয়ে নৌকার প্রার্থী নুরুল আমীন রুহুলকে এমপি বানানোর
মধ্যদিয়ে শেখ হাসিনা হাতকে শক্তিশালী করতে হবে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ নির্বাচনী আসনে নৌকার পক্ষে কাজ
কারা জন্য কাতার থেকে নিজ এলাকা মতলব উত্তর শ্রীরায়েরচরে আসলে শতাধিক
মোটরসাইকেল ও কয়েকটি মাইক্রোতে করে আসা দলীয় নেতা-কর্মীরা কাসেম
সরকারকে ফুলের তোরা ও মালা পরিয়ে সন্মান জানানো হয়।